নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন কাঞ্চন পৌরসভাটি ০৭/১০/২০০২ খ্রিঃ তারিখে প্রতিষ্ঠা লাভ করেছে। পৌরসভা একটি "খ" শ্রেণির পৌরসভা। ঢাকার অদূরে আধুনিক স্যাটেলাইট শহর পূর্বাচল উপ-শহরের সন্নিকটে পৌরসভাটি অবস্থিত। এর পূর্বে আড়াইহাজার উপজেলা, পশ্চিমে শীতলক্ষা নদী, উত্তরে ভোলাব ইউনিয়ন, দক্ষিণে গোলাকান্দাইল ও ভূলতা ইউনিয়ন। ভৌগোলিক দিক দিয়ে পৌরসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। পৌর এলাকায় বহু উন্নয়নমূলক আবাসিক এলাকা (হাউজিং প্রকল্প), কল-কারখানা, বিভিন্ন ইন্ড্রাষ্ট্রি গড়ে ওঠেছে এবং এতে হাজার হাজার শ্রমজীবীর কর্মসংস্থান হচ্ছে।
যোগাযোগ
পৌরসভার নাম: কাঞ্চন পৌরসভা
জেলা: নারায়ণগঞ্জ
বিভাগ: ঢাকা
শ্রেণী: খ
মোবাইল: 01346053025
ইমেইল: kanchan.pourashava@gmail.com
ওয়েবসাইট: উল্লেখ নেই